প্রাকৃতিক শিক্ষা
প্রকৃতিতে আবির্ভাব মোরা,
প্রকৃতিতেই বিলীন
প্রকৃতি আমাদের সহায়ক,
যা থাকিবে চিরদিন।
মেঘেতুল্য নরম হতে শিক্ষা আমরা পাই রে
জীবন গড়ার শিক্ষা, বর্ষন মোদের দেয় রে।
জল হইল সৃষ্টিকর্তা , জলধারায় প্রাণ।
জলের দ্বারাই বিদ্যুত তাই, করিও সম্মান।
আকাশ হল উদার,
বায়ু হলো কর্মী,
প্রকৃতিকে রক্ষা করিতে এরাই সহধর্মী।
উদ্ভিদের থেকে সফলতা, উদ্ভিদের মতোই কষ্ট
শিক্ষা অর্জন করো, তবু শিক্ষা কোরোনা নষ্ট।
ফুল আমাদের সৌন্দরতা
ফল আমাদের ধৈর্য,
উড়ন্ত পাখি আকাশে, দেখতে লাগে আশ্চ্যর্য।
তার থেকেও আমরা পাই আকাশে উরবার শিক্ষা
প্রকৃতিকে ভালোবাসলে পাবে, সর্বাপেক্ষা।
পর্বত তুল্য দৃঢ় হও,
ও ভূমি তুল্য শক্ত,
এই ভুমির জন্য বীরেরা ঝড়িয়েছেন রক্ত।
তাই যুদ্ধে যুদ্ধে করো না,
জগতকে হরিতহীন
পরিবেশের সাথে মিলেমিশে থাক চিরদিন।