🙏ওগো তুমি আমার বিষণ্ন মন🙏
—————- ////////// ——————- //// ———
ওগো তুমি আমার বিষণ্ন মন,,,,,,,,,,,,!
অনিলে ভোরের ঘ্রান,
মায়ের পরশে অম্লান।
মাটির সোঁদা গন্ধে
সূর্যের প্রথম চুম্বন,,,, !
বিজন রাতের অন্ধকার,,,
দুরাকাশে বিমর্ষ তারা,,,,,,,
বিধুর ব্যাথায় সিক্ত
হারিয়ে যাওয়া প্রিয়জন,,,,,,, !
ওগো তুমি আমার বিষণ্ন মন,,,,,,,,,,,,, !
নিবিষ্ট নিরাকার,
বেদনার মর্মমূলে,,,
ব্যথাতুর স্বপ্নেরা জাগে,
ওই দূরে ছায়াপথ সপ্তর্ষি,,,,,,,,,,,,,,,,,
নিভৃতে নিরালায়,
কোন অজানায়,,,,,,,,,
ইঙ্গিতে ডাকে তেপান্তর।
সমগ্র অবয়ব ছুঁয়ে থাকে
অদ্ভুত আঁধার,,,,,,,
এক বিন্দু মায়াময়
আলোক বিচ্ছুরণ,,,,,,,,,, !
ওগো তুমি আমার বিষণ্ন মন,,,,,,,,,,,,,,, !!
প্রিয় হারা জলধী অম্বর,
পুত্র হারা পত্র মর্মর,,,,,
বিদীর্ন ইতিহাস।
শত শতাব্দীর ক্ষত,
পিচ্ছিল রাজপথ,,,,,
স্তূপাকার অজস্র শব
বিধস্ত রণাঙ্গন।
নির্মম নিষ্ঠুরতার
অবিরত আস্ফালন,,,, !
ওগো তুমি আমার বিষণ্ন মন,,,,,,,,,,,,,, !
শতক সহস্র অযুত অব্দ !
বৃদ্ধ প্রকোষ্ঠ প্রাচীন,
কত সাম্রাজ্য সমাধি
ভগ্ন প্রাচীর,,,,,,, !
অঝোর শোণিত ধারা,,,,,,
শুধু অশ্রু ইতিহাস।
বিন্দু বিন্দু স্বেদ সিন্ধু,
সভ্যতার দানবীয় ইমারত,,,,,,,, !
ভিত্তিমূলে সঞ্চিত অস্থি,
বঞ্চিত হতভাগার অগণন কাতার।
কোন বিষান বাজে কানে,
ঈশান কোণে কাহার ক্রন্দন,,,,,,,,,, !
ওগো তুমি আমার বিষণ্ন মন,,,,,,,,, !
মরু পাখি দগ্ধ চেতনায় লীন,
নীড় হারা প্রেম,
শর বিদ্ধ ডানায় অন্তরীণ।
আধো আলো
ছায়ায় বিলীন,
জেগে থাকে নিভৃত বিশ্বাসে,,,,,
স্মৃতিভারে তপ্ত নিঃশ্বাসে,
পড়ে থাকে বিষাদের অনুরণন।
ওগো তুমি আমার বিষণ্ন মন,,,,,,,, !
——————— //// —————— –
https://www.patrika.kabyapot.com