Spread the love

মাটির মাকে ভক্তি সবাই করে,

মাতো আছে সবার ঘরে ঘরে।

মাকে তাই অশ্রদ্ধা করো না,

মায়ের কোন হয়না তুলনা। 

মিথ‍্যে মরি ঠাকুর ঠাকুর করে-

কপাল ঠুকে মরি কেবল ওরে!

কোটি টাকা নষ্ট করে কি লাভ,

জন্ম দেওয়া মায়ের কথা ভাব।

অসুর নিধন করেছে যে হাত,

মেয়েরা হল সেই মায়ের-ই জাত।

তবে আজ এ-কোন অজুহাতে

বৃদ্ধাশ্রমে মাকে কেন রাখে?

মাটির গড়া প্রতিমা কে আজ

লক্ষ লক্ষ দিচ্ছি ফল-প্রসাদ। 

জন্মদাতা মাকে কোনদিন —

মেটাই নাতো মাতৃদুগ্ধ ঋণ।

তবু মা আমাদের করে সকল কাজ,

বিপদে-আপদে করে সে অশ্রুপাত।

শত দুঃখে ও দেয়না অভিশাপ

করে কেবল শুধুই  আশীর্বাদ।

তাই মাকে উচিত যত্ন করা সদা

ভালোবাসা ও ভক্তিতে সর্বদা।

নিজের মাকে করলে পরে সেবা,

ধন‍্য হবে মায়ের প্রতিমা পূজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *