প্রজ্ঞা
জয়ীতা চ্যাটার্জী
আমার গোপন ভঙ্গিমায় মিশে আছো তুমি
ছুঁয়ে থাকে তোমার অলস ভাবনা আমায়
পলক পাতা থাকে আমার চোখের পাতায়
সমস্ত শরীর যেমন ফুঁ দেয় শাঁখে
তেমন করেই ধনুর ভাঙা পণ আমায় ছুঁয়ে থাকে
জ্বালাব আমি জ্বলব নিজের হাতে
এ আমার বিষম প্রজ্ঞা
আমার মতোই তোমায় ভালোবাসে।।