💎পৃথিবীটা ঘুরছে💎
✍️চৈতালী রায়✍️
ঠিক করো, ভুল করো ধ্রুবতারা দেখছে
সাঁই – সাঁই , পাঁই – পাঁই পৃথিবীটা ঘুরছে।
ছোট চাঁদ আঁকো যদি, আকাশের মুখ ভার
অত বড় আকাশেতে ওই টুকু মুখ তার !!
মেঘেদের ছবি আঁকা মন দিয়ে দেখলে ?
অত বড় ক্যানভাসে অবিরাম আঁকছে।
এই যদি মানুষের বুড়ো মুখ গড়ছে
সেই থেকে ভেঙে চুরে জটাধারী বনছে।
কখনো বা ভেসে চলে গাছপালা পর্বত
ছোট ছেলে মা’র বুকে শুয়ে থাকে হরদম।
ছাদে শুয়ে চিৎ হয়ে ওই দিকে তাকিয়ো
ভাঙা – গড়া ছবি দেখে ভেসে যাবে তুমিও।
——————————————————–