পৃথক চিন্তা
************
বিষ্ণুপদ ব্যানার্জী
****************
সে এক শিক্ষিত বেকার যুবক,
হাসতেও পারেনা ভালোভাবে!
পাছে পাশের কেউ দেখে ফেলে!
নিজেকে বড্ড অসহায় বোধ করে,
কোন জীবিকা নেই তার!
ও দিকে এক গণ্ডমূর্খ,
পেয়েছে চাকরি বাপের টাকার জোরে,
পাল্টে গেছে তার চলন – বলন,
মুখে ভুল ইংরেজির বলন!
জানে না সে আজও মূর্খ!
শিক্ষিত বেকার ভাবে মনে মনে,
অপরাধী আমি শিক্ষাকে মেনে,
দিল না সম্মান সমাজ আমাকে,
শুধু অশিক্ষিতদের পিছে ভাগে,
অর্থ যার আছে কাছে।
মূর্খ ভাবে আছি বেশ,
কর্মজাগতে এনেছি সর্বনেশ,
ঘুষ দিলে করি কাজ,
অসম্মান পেলেও নেই লাজ,
তবুও তো পেয়েছি সরকারি কাজ!