পুঁথি যেন পথ্য হল
হান্নান বিশ্বাস
গোপাল নগর, অমিয় নারায়ণ পুর, নদীয়া
বিদ্যা বুদ্ধি অসার হল
কলির মায়াজালে,
পুঁথি যেন পথ্য হল
দেবী কাঁদে হালে।
বিদ্যাদেবীর বিদ্যা দানে
অহং গেছে টুটি,
পড়ুয়া-রা শিক্ষা শেষে
কুড়ায় গোবর-ঘুটি।
কোন ছোঁয়াতে বিদ্যাপতি
চালক কর্ণধার,
চেটেপুটে করলো সাবাড়
দই চিড়ে ফলার।
বিদ্যে যাদের প্রাপ্য মাগো
তাদের স্ক্রিনে চোখ,
মানুষ হয়েও খালি পেটে
খিদেয় গেলে ঢোক
বিদ্যে বিকায় মুদিখানায়
খুচরো ও পাইকারি,
আছে যারা পয়সা ওয়ালা
তাদের-ই তাঁবেদারি।
বোদ্ধা যিঁনি বিদ্যা ভারে
পাগল বোকা বোবা,
মারিং কাটিং চ্যাঙড়বাজে
বাড়ায় মঞ্চে সোভা