(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হৃদয় বসন্ত
********
✍️পিয়ালী দেবগুপ্ত✍️
একটা আস্ত বসন্ত কাল হাতছানি দিচ্ছে,
চৌকাঠ ডিঙাতে গেলেই অসংখ্য জোড়া হাত পিছন থেকে টেনে ধরে,
বাটা হলদে বিকেলে লাল পলাশ
যখন আগুন বিনিময় করে
একে অন্যের গায়ে,
সেই মুহূর্তে আগুনে ঘৃতাহুতির মতো
রাধা জন্মের কাঙাল হ ওয়া ভালোবাসা বুকের ভেতর ডুকরে ওঠে।
আকাশ অপত্য স্নেহে ক্লান্ত গোধূলিকে
বসন্ত জড়ানো আশ্রয় দান করে সাদরে,
কৌতুহলী কমলা আকাশ ডাক দিয়ে
বলে পাল্টে গেলি না———–কি?
মোচড় দেওয়া অস্ফুট স্বরে বলে
ভালোবাসার গর্ভগৃহে জলের
কনামাত্র আমি, বদলাবো কোন সাহসে?
ভালোবাসার আগুনের আঁচ
গায়ে লাগবে চিরকাল,
কিন্তু তাপে পুড়ে মরার অধিকার আমার
অনেক কাল আগে কেড়ে নিয়েছে ঋতুচক্র।
পিছুটান হীন মুঠো ভরা
ফাগুন দিতে পারো?
তবে তার উপছে পড়া ফাগে
গা রাঙাবো আজীবন।।।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});