কি রুপ হেরেনু আমি
এক পাহাড়ি কন্যার মাঝে
মিষ্টিমুখের হাসির ঝর্ণা ঝড়ে
ঐ দুর পাহাড়ের গায়।।
এ- যেন এক অপরুপ দৃশ্য
কোথাও না খুঁজে পাই,
তোমার হাসিতে প্রকৃতি সুন্দর
মাদল – মৃদঙ্গ বাঁজে আপন সুরেতে গায়।।
বাঁশের বাশি বাজায় রাখাল
সুর যে তোলে তোমার প্রেমের
গেয়ে যায় তার গান।
তোমার কেশের বিন্যাস দেখে
প্রকৃতিও রুপ পায়।।
অহংকার করে বলে পাহাড়
আমার সৌন্দর্যের সবটুকু করেছে পরিপূর্ণ ঐ পাহাড়ি মেয়ে টিশা চাকমা তা বলিতে পারিনা হায়।
বললে যে লজ্জা পাবে যদি সে আমায় ফেলে ঐ দুর দিগন্তে চলে যায়।
ওর সাথে যে আমার কতো প্রেমের কথা হৃদয়ে গেথে রাখি মালা,
আমি যে পাহাড় হয়ে থাকি সেথা ওর কাছে বলে যাই বাতাসের সাথে টিশার কানে প্রেমেরো অমিয় সুধা,
চোখে- চোখে রাখি আমি কেননা টিশা এতো সৌন্দর্য লাবণ্যতা কোথায় খুঁজে পায়।
অপলক দৃষ্টিতে চেয়ে থাকি ওর পানে একটু প্রেমের আশায়।
তাইতো আমি অনন্তকাল ধরে বসে আছি টিশার একটু প্রেম পাওয়ার আশায়।।।
*********** সমাপ্ত***********