“পালাবদল”
✍️রামপ্রসাদ বর্মন✍️
বিন্দু-বিন্দু জলের ফোঁটাই
নির্মল করবে,পবিত্র করবে,
করবে দূষণ অতিবাহিত!
বসন্ত এসেছে কাছে
বোঝনি তো কোন দিন,
দূষক যারা, শোষক যারা—
স্বার্থলোভী মানুষ-মহান!
থমকে গিয়েছে মুহুর্তের মধ্যে
বিন্দু-বিন্দু জলের ফোঁটাই
এ কথার করাবে প্রমাণ !!
ক্ষুধায় পেটে বেঁধেছি গামছা
কর্মে দিয়েছি বালিশ,
হাজার কথা এসে, রয়েছে কন্ঠে
কাউকে তবু করবো না নালিশ!
করার সুযোগই বা কোথায়!
যেখানেই যাবে, সেখানেই পাবে
মুখ লুকানোর খেলা,
আসলে তারা লজ্জিত সকলে;
নিজের কর্মে, অবাধ মর্মে
এ এক নূতন মন বদলের পালা;
দেখেছি আর তাই লিখেছি
তারাদের গলায় পরাতে যুগ-মালা!!
-x-
১৫.০৭.২০২০