নিবন্ধ
পাঠ্য বই ও গল্পের বইয়ের প্রভাব
– অগ্নিমিত্র
পাঠ্য বই ও গল্পের বই, দুইয়েরই দারুণ প্রভাব আছে মানুষের জীবনে। তবে যাদের গল্পের বই পড়ার অভ্যাস আছে তাদের মনের উপর সেই পড়া গল্প এক অন্য মায়াজাল বিস্তার করে। সবার তো তবে গল্পের বই পড়ার অভ্যাস নেই বা ভালোও লাগে না । যাদের নেই তারা কষ্টেসৃষ্টে পাঠ্য বইয়ের গল্পগুলিই কোনরকমে পড়ে। আমার মনে হয় যাদের পাঠ্য বই ও গল্পের বই দুইই পড়ার অভ্যাস বা বদভ্যাস আছে তাদের মনন ও কল্পনাশক্তির বিকাশ খুব তাড়াতাড়ি ঘটে। তবে তারা সব সময় বাস্তববোধসম্পন্ন হয় না হয়তো। গল্পের বা কল্পনার দুনিয়াতেই তারা বিচরণ করতে ভালোবাসে অনেক সময়ে। তাই বাস্তবের ইঁদুর দৌড়ে তারা পিছিয়ে পড়ে। আবার এই দুই রকম বই পড়ার অভ্যাস শৈশব থেকেই তৈরী হয়ে গেলে পরে সাহিত্য চর্চা ও সাহিত্য সৃষ্টি করার উৎসাহ পাওয়া যায় ও লিখতেও সুবিধা হয়।।
??????