নাম্বার পাওয়ার উপায়
©অঞ্জলি দে নন্দী, মম
১. স্টুডেন্টস যে ক্লাসে পড়ছেন, তার থেকে উঁচু ক্লাসের বই পড়া।
২. পড়ার পর তা হাঁটাচলা করতে করতে মনে করে করে বলা।
৩. এরপর তা না দেখে লেখা।
৪. পুরো সপ্তাহের পড়া ডিভাইস করে পড়া ও তা লেখা।
৫. নিজের পড়া থেকে প্রশ্ন তৈরী করা।
৬. অন্যদের পড়ানো।
৭. রোজ সেদিনের লেশন তৈরি করে নেওয়া। ফেলে না রাখা। পরের অন্য দিনে পড়বো ভেবে।
৮. আজ যা ক্লাসে হবে, আগের দিন বাড়িতে তার থেকে বেশি করে এগিয়ে পড়ে রাখা। অর্থাৎ, আজ যদি পঞ্চান্ন পাতার বিষয় পড়া হবে ক্লাসে তো আগের দিন ছাপান্ন পাতা থেকে আরও বেশি পাতা পর্যন্ত বাড়ী থেকে পড়ে ক্লাসে আজকে থাকতে হবে। তত পাতা বেশি যত পাতা মোটামুটি রোজ ক্লাসে শেখানো হয়।
৯. বিছানায় শুয়ে শুয়ে রাত্রে ঘুমোনোর আগে সারাদিনের পড়া মনে মনে রিভিশন করতে হবে।
https://www.patrika.kabyapot.com