*পরিবেশ যদি বিষাক্ত হয়*
*মানুষ কি ভাবে নিষিক্ত*
বনবীথি ব্যানার্জী
********************
দ্বাবিংশ শতক এটা
অগ্রগতির চূড়ান্ত,
সভ্যতা আর উন্নয়নে,
ছুঁচ্ছে আকাশ দিগন্ত।
সুস্থ ভাবে বাঁচতে হলে
প্রয়োজন যা একান্ত;
বিশ্ব জুড়েই পরিবেশটা,
ভীষণ ভাবেই বিষাক্ত।
বাঁচতে গেলে প্রকৃতিকে
রক্ষা করার শপথ চাই;
৫ই জুনটা ধার্য্য আছে,
সকল দেশই যুক্ত তাই।
কেমন করে বিশ্বে সবাই,
দূষণ থেকে মুক্ত হই?
দৃষিত বায়ু,দূষিত জল,
মাটিদূষণ,শব্দ দূষণ,
কলুষিত গোটা বিশ্ব হেরিছে,
দূষণেরই এই দশআনন।
মানুষ ত্রস্ত,ভীষণ জব্দ;
ধ্বংস তাহারই কর্মলব্ধ।
কলকারখানার ধোঁয়ার দূষণ
বন্ধ করাটা অনিবার্য,
বৃক্ষ সৃজন,বন্য সৃজন,
হওয়া চাই শিরোধার্য্য।
ব্যটারি চালিত গাড়ির শক্তি
দূষণে যোগাবে নিস্কৃতি;
কলুষিত জল, আবর্জনা, পলিথিন যত,
সমাজ করবে সদগতি।
নদী সাগরের জলের প্লাবনে,
হবেনা এদের একই গতি।
জনসংখ্যার বৃদ্ধি রোধই,
বলিষ্ঠ এক পদক্ষেপ,
কার্যকরি করাটা জরুরি,
থাকবেনা কোন কালক্ষেপ।
প্রকৃতিতে আমি লালিত হয়েছি,
পালিতও আমি সেই ক্রোড়ে,
বিশ্বমাতা কলুষিত হয়ে,
ঘুরবে শুধুই দোরে দোরে?
আশু সমধান ব্রাত্য নয়তো,
অঙ্গীকারের এই ভোরে!!