Spread the love

পদাতিক
প্রদীপ চন্দ
,,,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,
কত রক্তাক্ত গোধূলি,, রক্তশ্রান্ত রাত,,,,
অজস্র জীবনের ক্রম ইতিহাস,,,,,,,!
পাড়ি দিয়ে তবে অন্যতর  জীবনের অভিজ্ঞান,,,
পায়ের তলায় পড়ে থাকা মৃত শস্য ক্ষেতে,
নিশীথের অবকাশে অলক্ষ্যে ধূমায়িত,
অগণিত অযুত জীবনের ভ্রূণ ;
সহস্র জনমের আয়তনে, বিলীন সময়,
পৃথিবীর কাছে জমা হতে থাকে ঋণ ;
নক্ষত্রের নির্জনতায়,, ঘনীভূত দূরত্বের চক্রবাল,,,,  ভেদ করে, বারংবার ফিরে আসা এই বিষণ্ন মোহনায় ;
যেখানে জল রণ জঙ্গল মিশে এক পথ,,,
জীবন মৃত্যু  সহচর,,,!
ক্লান্ত পথিক নব নব যুদ্ধের নিরলস পদাতিক …..
,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,,*,,,,,,,,,,,,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *