কবিতা :- পড়াশোনার নির্দেশিকা
——————————————-
—ঋদেনদিক মিত্রো
পড়া আর শোনা, আর সেই সাথে লেখা,
এই নিয়ে আমাদের কত কিছু শেখা !
এই নিয়ে শিক্ষা, এই নিয়ে আলো,
এই নিয়ে অনুভব হয়ে ওঠে ভালো !
এই নিয়ে হামাগুড়ি, চলতে শেখা,
এই নিয়ে বিশ্বকে চোখ ভ’রে দেখা!
এই নিয়ে বক্তৃতা, কখনো নীরব
এই নিয়ে জীবনের সব উৎসব !
সব কিছু পড়াশুনা, ঘুমেও যে তাই,
অবচেতনার মাঝে কোথা চলে যাই !
জানা, জানা, শুধু জানা, এই নিয়ে প্রাণ,
কোন অজানার থেকে শ্বাস অবিরাম?
কে বা দিলো এই দেহ, কে বা দিল মন,
কে বা দিলো ঘুম আর এই জাগরণ?
কে বা দিলো ভালোবাসা- ঘৃণা- অনুভব,
কেবা দিলো ভালো আর মন্দের বোধ?
কে বা দিলো চিন্তা আর কর্ম,
কেবা দিলো বিবেচনা, প্রেম-ধর্ম?
কে বা দিলো প্রতিবাদ করার সাহস,
কে বা দিলো কাব্য ও শিল্পের রস?
কে বা দিলো সংগীত, নৃত্য কলা,
কে বা দিলো দুঃখতে বুকটা জ্বলা?
কে বা দিলো সময়ের তিন খানি কাল,
কে বা দিলো রাত আর সূর্য সকাল !
কে বা দিলো জল স্থল, মেঘ আর নীল,
কে বা দিলো দিগন্ত, মাটি-মেঘে মিল?
কে বা দিলো গ্রহ তারা নক্ষত্র গুলি,
কে বা দিলো পৃথিবীতে মনোরম ধূলি !
কেবা দিলো পর্বত, বরফ শীতল,
ঝর্ণা, জলপ্রপাত — হাসি খল -খল?
কে বা দিলো ঝড় আর বন জঙ্গল,
কে বা দিলো দুটি কথা — সফল, বিফল?
কে বা দিলো ছায়া পথ, ধূমকেতু, আর
কে বা দিলো গুহা থেকে এই সংসার?
কে বা দিলো বোধ থেকে মহৎ কে নমো,
কে শেখালো হৃদয়ের “জন” প্রিয়জন?
কে শেখানো সেরা মানে সেরা আচরণ,
সরল সহজ ভাবে চালাতে জীবন?
কে শেখালো, শিক্ষক দেখে হও নত,
তবেই তোমার আলো হবে জাগ্রত !
কে শেখালো, মরন তো অসীমেরে পাওয়া,
বুক থেকে বেরুলেই এক টুকু হাওয়া !,
কে শেখালো, চিঠি লেখা চুপ চাপ বসে,
না -বলা কথা গুলির সুগভীর রসে !
কে শেখালো বৃক্ষের ছায়াতে বসা,
দূর পানে চেয়ে -চেয়ে আঁকিবুঁকি কষা!
কে শেখালো পুরানো চিঠির কী স্বাদ,
চোখ বেয়ে ঝরে কত রাগ অনুরাগ !
কে শেখালো অহিংসা হলো সেরা গুণ,
সাহসের মানে হলো প্রাণের আগুন !
কে শেখালো যোগ আর বিয়োগ এর ফল,
এবং কৃতজ্ঞতা — ধর্ম আসল !
কে কেন নিয়ে আসে ভ্রুন থেকে শিশু,
তারপর পাওয়া, হারানো যে কত কিছু !
কী এক নিয়মে কেন , শিশু হয় বড়,
তারপর একদিন সংসার করো !
কী এক নিয়মে আসে বার্ধক্য,
ছেড়ে যেতে হয় সব পাওয়া, শর্ত !
কে যেন শিখিয়ে দিলো মৃতদেহ পাশে,
দাঁড়ালেই একা -একা চোখে জল আসে !
কে যেন শিখিয়ে দেয় সব তুচ্ছ সার,
যাকেই বলছো তুমি ” আমার আমার !”
কে যেন শিখিয়ে দেয় প্রশ্ন করা,
কে যেন শিখিয়ে দেয় উত্তর ধরা !
কে যেন বলতে চায় — বই মানে সব,
বই খুলে দেখা হলো সেরা উৎসব !
অসহায় পাখ পাখি, প্রাণী পশু কীটে,–
যে ভালোবাসতে পারে, সুখি সেই যে !
এতো কিছু বুঝবে যে — নেই তুলনা,
সেই তো করেছে ঠিক-ঠিক পড়াশোনা !
বড়-বড় ডিগ্রীর এতো জয় ঢাক,
জ্ঞান ছাড়া পাগলের মত ঘুরপাক !
এসো সেই পড়া করি — দূর বিস্তার,
কজনে তেমন পড়ে — সেই নিষ্ঠার !
সত্যিই পড়াশুনা আছে যার প্রাণে —
আলোর মতন রাতে জ্বলে সবখানে !
( 09 জুন 2020)
https://www.patrika.kabyapot.com