Spread the love

নেতাজী স্বরণে
*মোফাজ্জেল হক*

জাতির চরম অবক্ষয়ের দিনে
তোমাকে স্মরণ করি হে বীর নেতাজী
হিংসা স্বার্থ দ্বন্দ্ব আজ প্রবাহিত
জাতির কোষে কোষে শিরায় শিরায়
উষ্ণ রক্ত  স্রোতের সাথে ।
দেশ আজ মহাসংকটে
বিদেশি শাসনে নয়
ঘৃণিত অর্থ পিশাচের নির্মম নখর থাবায়
কিম্বা কালো বাজারের কালো টাকায়
অথচ
এরাও বুকের রক্ত দিয়েছিল সেদিন
তোমার ডাকে
মুক্ত হয়েছিল ভারতভূমি
শৃংখল মুক্ত মাতৃভূমিকে আজ আবার
এরাই সাজিয়েছে কলঙ্কের কালিমায়
অলঙ্কারের মহিমায় নয় ।
আজ তাই তোমায় খুঁজি
হে অগ্নিযুগের অগ্নিদেব
ফিরে এসো ।
বাঁচাও এদের প্রাণ
পুঁজিপতিদের লোভ  মাৎস্যন্যায় হোতে
যাদের স্বার্থ শকট চলছে
অর্থ অর্থ পর্বতের দিকে
দিনের পর দিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *