*নেতাজী* *সুভাষ*
– অগ্নিমিত্র
নেতাজী সুভাষ আপামর দেশবাসীর হৃদয়ে বিরাজ করছেন। তাঁর মতো চরিত্র সব দেশে, সব সময়েই বিরল।
নেতাজীর বাড়িতে আমার প্রথম দেখতে যাওয়া আমার পনেরো বছর বয়সে। তার পরেও একবার গিয়েছি। ভবানীপুরে এলগিন রোডের এই বাড়িতেই আছে ‘ নেতাজী রিসার্চ ব্যুরো’। আছে সেই কালো গাড়িটি, যাতে চড়ে ১৯৪১ সালে নেতাজী গৃহবন্দি অবস্থা থেকে নিষ্ক্রান্ত হয়েছিলেন সশস্ত্র সংগ্রামের উদ্দেশ্যে । নীচেই আছে একটি বেদী। ১৯৯৬ সালে দেখেছি, আজাদ হিন্দ ফৌজের এককালীন কম্যান্ডার ও নেতাজীর সহযোদ্ধা শাহনওয়াজ হুসেনকে সেই বাড়িতে আসতে । নিজের হাতের বুড়ো আঙুল কেটে তিনি রক্ততিলক পরিয়ে দিয়েছিলেন নীচের সেই বেদীতে। সেবারই দেখেছি লক্ষ্মী সায়গলকে। তিনি নেতাজীর ‘ ঝাঁসির রানী রেজিমেন্ট’ – এর কম্যান্ডার ছিলেন। সেবার তাঁর একশোতম জন্মবার্ষিকী আসন্ন ছিল। ছোটবেলার সে সব কথা মনে পড়ে যায়।
নেতাজীকে আমি আমার আদর্শ পুরুষ মনে করি। আমার মতো আরো অনেকেই মনে করেন। জয়তু নেতাজী। তাঁর চরণে শতকোটি প্রণাম জানাই।।..
☘️??☘️??
কলমে : অগ্নিমিত্র (সায়ন ভট্টাচার্য)