নৃপেন্দ্রনাথ মহন্ত
***************
বাহন বাহুল্য মাত্র
তার কোনো যান নেই
না ঘোটক-নৌকো-রথ
আসে আহ্বান মাত্রেই।
কেউই সন্তান নয়
মা মা ডাকে অহরহ
অন্তরে প্রেম নেই
চোখে ঘনায় বিরহ।
প্রতিমার চোখে থাকে
এক ভাসন্ত দর্পণ
তার সান্নিধ্য পেতে
চাই নিরালা দর্শন।
নিজেকে জিজ্ঞেস করো
বিদ্যা ধন যদি নয়
তোমার ব্যাকুল চিত্ত
কীসে পরিতৃপ্ত হয়!
দেবী তো দাত্রী নয়
ভক্তকে দেয়না কিছুই
দেবীর প্রসাদ পেতে
চাষ করো নিজ ভুঁই।
**************************
Thanks for finally talking about > নৃপেন্দ্রনাথ
মহন্ত : দেবী ও আমরা –
কাব্যপট !