Spread the love

বিবিধ বিষয়ক কবিতা 
🌱🌱🌱🌱🌱🌱🌱
নীল ভাস্কর 
🌱🌱🌱🌱
শোষণের রাজনীতি, নিপীড়ন ধর্মের ছলে
কুলুপ জাতির মুখে তাই পশুত্ব কথা বলে।
বিভেদের মন্ত্রণা,অন্ধত্ব ও গোঁড়ামিই হাতিয়ার।
মানুষ যন্ত্র না,বোধি-অবোধে ফারাক শিক্ষার।
সাম্যবাদের গান গেয়ে গেল ওরা
লালন থেকে নজরুল ও রূপম …
পেটের ধর্ম খিদে,জাতে মানুষ মোরা
শান্তি মানে এখনো ইসলাম।
খিদের নামে শপথ করে বলি
মিথ্যে এ সব গ্রহ ,দ্রোহ ,দশা
রক্তে রাঙা স্বাধীন শ্যামল ধুলি
ধর্ম বেচা কাপুরুষের  পেশা..
নদীর ধর্ম স্রোত , সাম্যের বিধি বাম
বিচ্ছেদই প্রেমের ধর্ম ,
মানুষ ও তো ধর্মেরই নাম।
– নীল ভাস্কর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *