নীলাঞ্জনা
সৈয়দ খুকুরানী
**************
নীলাঞ্জনা, নীল রঙ ছিল প্রিয় তোমার,
এখনো কি টুপটাপ, রিমঝিম বৃষ্টি হলে,
পুকুর পাড়ে ভিজে ভিজে নীল সাপলা তোলো কি?
নীলাঞ্জনা, এখনো কি তুমি নীল চুড়ি, নীল টিপ, নীল শাড়ি পরো?
এখনো কি এক থালা নীল অপরজিতা ফুল তোলো?
নীল আকাশের দিকে চেয়ে চেয়ে আপন খেয়ালে একাকী কবিতা লেখো কি?
নীলাঞ্জনা, নীল সমুদ্রের তীরে বসে এখনো কি কুড়াও ঝিনুক?
একনো কি তোমার দখিন জানালাতে, হালকা বাতাসে নীল পর্দা দোলে কি?
নীলাঞ্জনা, এখনো কি ভরা সাঝের বেলা ঘরে ধূপ ধুনো দিয়ে, নীল বাতি জ্বেলে
গুন গুন মৃদু সুরে সেই গান গাওয়া কি,,,,,,,,
নীল আকাশের নীচে ঐ পৃথিবী আর পৃথিবীর পরে ঐ নীল আকাশ তুমি দেখেছো কি,,,,,,,,
নীলাঞ্জনা, এখনো কি কাগজ দিয়ে তুমি নীল নৌকা বানিয়ে
স্বপনের ভেলা ভাসাও?
নীল খামে চিঠি লিখে চনচল পায়ে নূপুরের ছন্দ তুলে ডাক ঘরে ছোটো কি?
এমন বরষায় কদম ফুল চুলে গুজে কবিতার বই পড়ো কি?
এখনো কি নীল প্রজাপতি ধরবে বলে বনে বনে ফুলের রেনু মাখো,
এখনো কি বসন্ত এলে নীল আবীরের মুখ ঢাকো ?
নীল পাখিটা ধরবে বলে জানালার সিক ধরে থাকো?
নীলাঞ্জনা, তুমি কি এখনো নীল শাড়ি পরে সাদা মুক্তোর মালায় সাজো?
নীল ব্যাগ নিয়ে, ভীড়ের পথে ঘেমে নেয়ে হাটো ?
এখনো কি সাদা তুষার ঘেরা পথে পথে আকাশের দিকে চেয়ে চেয়ে নীল সবপনের জাল বোনো?
নীলাঞ্জনা, এখনো কি তোমায় নিশীথ রাতে, ঘুমের মাঝে, মধূর ভাবে কেউ নীলা বলে ডাকে,,,,,,,,,,,,,???
****************************
Redmi 9 Power (Mighty Black, 6GB RAM, 128GB Storage) – 6000mAh Battery |FHD+ Screen| 48MP Quad Camera | Snapdragon 662 Processor
₹12,999.00