নীরব অবাধ্যতা
* কলমে – অংশু সাহারায়
অন্ধকার গভীর হলে নিজের ছায়াও একসময়
মিশে যায় ব্যূহচক্রের অন্তরালে ।
ভালোবাসা মনে হয় বকলমা দায় ,
সম্পর্ক হয়ে যায় হৃদয়হীন দেহজ ঋণ ।
আনুগত্যের আড়ালে প্রভুত্বই খেলা করে,
অস্মিতায় দাস অনন্ত অন্তরীণ ।
অন্ধকার গভীর হলে নিজের অস্তিত্বও কি
হারিয়ে যায় – নীরব অবাধ্যতায় ?
@ অংশু সাহারায়