"নীচ্"
অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ।
মর্তের নীচে পাতাল মাথার নীচে পা,
ধনীর নীচে গরীব পদতলের ঘা,
মায়ের আঁচল তলে শিশুর ডাক মা,
বৃক্ষ তলে রৌদ্র ছায়া নিদ্রা জুড়ায় গা।
গাড়ীর নীচে চাকায় ভিখারীর দেহ,
পিষ্ট হ’য়ে প’ড়ে রয় দেখে নাহি কেহ,
শহরের নীচে গ্রাম তাই উক্তি গেঁয়ো,
ভিখারী মানুষ নয় জাগতিক ভূয়ো।
জাতে নীচ ছোটজাত, হরিজন নাম,
শোষন শাসনে শাস্তি চোরের অধম,
ধনীর চুরির ভাগী জাতে বদনাম,
গতর খেটে ফসল নাই তার দাম।
উচ্চ নীচ ভেদাভেদ শ্মশানে মিলনে,
পার্থক্যের সীমারেখা মুছে যায় ক্ষণে।