Spread the love

নিঃস্ব পথিক

প্রবীর কুমার গুহ


🌹🌹
যে নিঃস্ব আজ,থেমে গ্যাছে যাঁর
জীবনের গান_
কোথায় ফিরিবে আজ তুমি পাখি,
বলো কোন্ সে অজানা কুলায় !

চেনা দীগন্তে স্বপনে সাজানো,
যা ছিল তোমার গোপন গরবের
কুটির_
সবই তো গ্যাছে ভেঙ্গে আজ,
অকাল শ্রাবণে অশ্রুধারায়, সবই
যাঁর আজও সব ভেসে যায় ;
কত মন দেখে যায়,শুধু দেখে যায় !

নিঃশব্দ আত্মদহনের এ মন,তবু
অভিমানী শব্দ সাজায়_
পাগলের মতো রুদ্ধ করি অন্তর দ্বার,
ঝর্ণাধারার কবিতায়,শুধু কবিতায় !

যে এমনতর আজ বিশ্ব পথিক,
শব্দহীন ভুবনের কোণায় কোণায়
দীর্ঘশ্বাসের বাতাস বনে যায় ;
কত হৃদয়,কত অচেনা ঠিকানায় !

কেহ মৃদু টের পায়,বাকি সব আপন
সুখের নিদ্রায়__
সব ভুলে যায়, শুধু ভুলে যায় !

তুমি আজ সেই কবি, শুধু পরিচয়
নীড় হারা নিঃস্ব পথিক !

🌹🌹


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *