নিরন্তর ওঠবস
দীননাথ চক্রবর্তী
স্কুলবেলায় অঙ্ক না পারলে
ওঠবস করতাম বটে
ইচ্ছে করতো না একদম
রাগ হতো ভীষণ ভীষণ
আবার স্কুল কামাই করলে
জুটতো বেত সাথে ওঠবসও
অবস্থা শাঁখের করাত
হলো কী
অঙ্কটাই একদিন শিখেগেলাম
আর বেমালুম
ভুলে গেলাম ওঠবস ।
তারপর যত বড়ো হচ্ছি
স্কুল কলেজ চৌকাঠ অতিক্রম করে
চাকরী জীবন
সমাজ জীবন …
কখন যেন কীভাবে ভুলে যাওয়া
সেই পুরানো অভ্যাসটা
ওঠবস
উঁকি মারে
যদিও অঙ্কটা এখন পারি
তবে যতোনা ওঠবস করায় কেউ
বেশি বেশি নিজেই করতে ভালোবাসি
ওঠবস
শুধু তাই নয়
এবার পায়েও ধরি …
তারপর
পায়ে ধরতে ধরতে
হাঁটার ছন্দ মেলাতে মেলাতে …
শুধু একটু সুবিধা
একটু ভরসা
একটা শক্ত খুঁটি
হাজারো এমনি বেলাগাম ভাবনা
সেটাই এখন একটা অন্যরকম অঙ্ক
প্রতিটা ওঠবসে ।
বেলা বাড়ে
রোদ ছোট হয়
তবু সকাল সন্ধ্যা ওঠবস করে চলেছি
অথচ দিনে দিনে পুড়ছে
মরছে
হৃদয় মন
দেশ সমাজ কাল
ভূত বর্তমান ভবিষ্যৎ
তবু অঙ্কটা কিছুতেই মেলে না
নিরন্তর ওঠবস …
দীননাথ চক্রবর্তী
গ্রাম ও পোষ্ট দুইলা, জেলা হাওড়া, সূচক 711302
জেলা বিদ্যালয় পরিদর্শক,