নিঃস্ব
✍️প্রদীপ চন্দ✍️
=================================
অফুরান প্রাচুর্যের মাঝে, ,,, নিঃস্ব বসবাস
ফেলে আসা,,, সোনালী সময়গুলো,
যা ছিল একান্তই আমার,,,,,
বৃষ্টি ভেজা সেই সব সবুজ বিকেল,
মায়ের স্পর্শের, স্নিগ্ধ বকুল,
আর চুরমার হয়ে যাওয়া, রঙিন স্বপ্নগুলো,
তোমার দেওয়া গুচ্ছ গুচ্ছ পলাশ,,,,, !
আজ নক্ষত্রের মত জ্বলছে, হারানো নীল দূরের আকাশে,,,,,!
যা ছিল আত্মার নিবিরতায় এতকাল ,,,,,
এক লহমার ব্যবচ্ছেদে মুছে যাওয়া পাণ্ডুলিপি,,,,,,
সমগ্র রক্ত কণিকায় মিশে ছিল যার অস্তিত্ব,,,,,,
আজ বাদ দেওয়া অঙ্গের মত পরিত্যক্ত ,,,,,,,
এক পাহাড় হিমায়িত স্থবিরতা
এ দেহ এখন শুধুই ছায়া ,,,,,,,,
পাতার নিচে পড়ে থাকা অন্ধকার
কেন আজও বাজাও বাঁশি,,,,,,,
কেন বোঝোনা চার পাশে আমার
হাজার বছরের প্রাচীর,,,,, আমি পরস্ত্রী,,,, আর তোমার নয়,,,,,,,!
সোনার খাঁচায়,,,নিরাপদ আশ্রয় এখন,,,,,, !!
পাখি কি হায় ! চায় খাঁচার নিরাপত্তা,,,,,, !!
বুকে পেতে রাখা পাথরের নিচে
লুকিয়ে রাখা ইচ্ছেগুলো,,,
কেন অবুঝ, বারবার হানো করাঘাত,
সব কাজ ভুল হয়ে যায়,,
রাতের স্বপ্নের মিছিলে, কেন আজও হেঁটে চলো,,,,,,,কোন অভিলাষে
এ বক্ষ সমতলে,,,,,,তোমার শব্দেরা,,,ফুল হয়ে ঝোরে,,,,বদলে যায় তীক্ষ্ণ কাঁটায়,,,,তীব্র যন্ত্রনায় নিরন্তর বিদ্ধ,,,,,,, হই
তোমার দেওয়া পলাশ,, জমাট বাঁধা রক্তের মতো বুকের গহনে
কেন ভাঙাও ঘুম সময়ে অসময়ে,,,
এঁকে দাও তোমার তপ্ত ,,, চুম্বন,,,,,,
নাসিকা স্নায়ুর কোষে কোষে তোমার পরিশ্রান্ত শরীরের সেই পরিচিত ঘামের গন্ধ,,,,,!!
আজও রয়ে গেছে
এমন মুঠো মুঠো প্রেম,,,,কেন দাও আমায়,,,,
ভেসে যাই,,,,সর্বনাশের অন্ধকারে,,,,,
কেন আজ এত চঞ্চলতা ,,,,
উথাল পাথাল ঢেউ
সর্বনাশা ভাঙনের শব্দ কেন,,, উঁকি দেয় নীলিমার বুক চিরে,,, অতলে
পার ভেঙে ভাসিয়ে নিয়ে যাবে কি অকূলে,,,,,,!!
চৈত্রের আগুনে পোড়া নষ্ট শরীর,,,,
প্রবল জলোচ্ছাসে,,,,ধুয়ে নিয়ে যাবে
চিতার ছাই,,,,,, ,
=================================
স্বত্ব @ প্রদীপ চন্দ