নিঃসঙ্গ স্বাক্ষর
আফ্রূজা খাতুন
করে খেলা সারা দিনমান
সূর্য ছুঁয়েছে পাটে ,
মরা গোধূলির ম্লান হাসি ঐ
মেঘেদের ঘাটে ঘাটে।
আকাশ যেখানে নদীর গালেতে
শেষ চুমা দিয়ে যায়,
ছলছল তার আঁখি জল বয়
আঁধারে হারানো ব্যথায়।
নির্জন রাত নিরব সুরেতে
একলা বেহাগ সাধে,
নিঃসঙ্গ একলা আঁধারেতে চলা
মনটা গুমরে কাঁদে।
একলা মন নিজের সাথে
আত্মকথনে মগন,
নিরব নির্জনে মন কুঠুরিতে
একলাপনা যাপন ।