Spread the love

শ্রুতি দে
নাতি ও ঠামি
কলমে-শিপ্রা দে
***************
নাতি(মহারাজ )-ঠামি, Good Morning, সুপ্রভাত ।ও ঠামি, তুমি কি করছো?সাড়া দিচ্ছো না কেন?
ঠামি -হুম ।
নাতি -ও তুমি এখন পূজা করছো , তাই কথা বলছো না, আমাকে কিন্তু প্রসাদ দেবে ।
ঠামি-ঘাড় নেড়ে ইশারায় উত্তর দিলো।গুরুর গান গাইতে গাইতে আরতি করছে।তারপর শাঁখ, উলুধ্বনি দিয়ে পূজার পর্ব মেটালো।
নাতি -শাঁখের আওয়াজ শুনে মহারাজ ঠামির কাছে দৌড়ে এসে প্রসাদ খাওয়ার জন্য হাত পেতে রইল ।
ঠামি-তাড়াতাড়ি নাতিকে কোলে তুলে নিয়ে প্রসাদ দিল।আর আদর করতে লাগলো ।
নাতি-মহারাজ ঠামিকে জড়িয়ে আদর করতে লাগলো ।আর বলতে লাগলো, তুমি ঠামি কত সুন্দর গান গাও আবার কত সুন্দর কবিতা, গল্প লেখো।আমাকে শিখিয়ে দেবে ।
ঠামি-হ্যাঁ , সোনা দাদুভাই, তোমাকে সব শিখিয়ে যাবো।তুমি আমার কবিতাগুলো আবৃত্তি করে সবাইকে শোনাবে ।প্রতিযোগিতায় ঠামির কবিতা আবৃত্তি করে পুরস্কার আনবে ।এটাই আমারও পুরস্কার পাওয়ার মূল্য ।
নাতি -নাতির আনন্দ দেখে কে? নাতি ঠামিকে বলছে যে , আমিও তোমার মতো মেডেল পাবো।সবাই আমাকে বাহবা জানাবে বলো ঠামি ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *