শিরোনাম–“ধরায় ধরি প্রাণ”
কলমে–বিমান প্রামানিক
মাড়গ্রাম–মুর্শিদাবাদ
কত সাধনা করে জন্ম নিলাম মানব কুলে,
তাই বলি কেনই বা যাবো অসময়ে চলে!
কর্মের টানে আমরা কখনো হচ্ছি ভবঘুরে,
অ-কর্মের চিন্তায় নাকি মুক্তি আত্মহত্যা করে?
ভুলে যেতে হবে এসব ভুল ধারণা সব ,
আত্মহত্যা মুক্তির পথ নয়, তোলো কলরব।
সমাজ যেন চলেছে আজ বিমুখী হয়ে তাই,
অনেক জনই ভাবছে আত্মহত্যা মুক্তির উপায়।
এগিয়ে এসো দলে দলে, শ্লোগান তোলো পথে,
আত্মহত্যায় প্রাণ বিসর্জন নয় কোনো মতে।
বাঁচার অধিকার তোমারও আছে, কেন ভুলে যাও?
নিজের জন্য এগিয়ে এসো, সমাজকে বদলাও।
মরণ তো একদিন হবেই হবে সবার বিধাতার সৃষ্টি,
আত্মহনন নিজের ভুল, এটা তো নয় কুষ্ঠি।
সমাজ সংসারে হয় কত অশান্তি, কত নারী নির্যাতিতা!
তাদের আত্মহত্যায় কি নিবারণ হয় সমাজের ক্ষুধা?
এগিয়ে এসো চলি পথে সমাজ বদলের ডাক দিয়ে
শ্লোগান তোলো ‘আত্মহনন সমাজকে দেয় পিছিয়ে’।
আত্মহনন আর নয় জীবনটা তো নিজের সম্পদ,
এসো সবাই সজাগ করি আত্মহনন নয় মুক্তির পথ।