Spread the love

দোলে – যশ

সায়ন ভট্টাচার্য (অগ্নিমিত্র)

দোলা লাগলো মনে,
দোলা লাগে বনে।..
আজ যেন কেহ
থেকো না গৃহকোণে !
বাইরে দেখো এসে..
কেমন করে মেশে
রঙের মধ্যে রঙ..
সেটাই দেখো বরং ।
মনের দরজা খুলে
ভেদাভেদ যাও ভুলে !
ফাগুন বেলায় আজ
দেখো প্রকৃতির সাজ !!

🌿🍀🌲🌼

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *