🙏অগ্নিকবি🙏
========
✍️দেব_নির্মল✍️
===============================
আমার প্রাণের কবি, বাঙালির নয়নের মনি
প্রতিবাদের প্রতিচ্ছবি, কাব্যসুধা রসের খনি।
চিন্তনে বাঙালির ভ্রাতৃত্বের প্রতীক চিরন্তন
একই বৃন্তে সৃষ্ট দুটি পাতা হিন্দু-মুসলমান।
রক্তে আগুন, জ্বলেছে সংগ্রামের বহ্নিশিখা
কারাবন্দী হয়ে কপোলে প্রতিহিংসার রেখা।
কারার লৌহকপাট খুলে দিল মনের কপাট
দেশমাতৃকার চাই মুক্তি, মারতে হবে সপাট।
দলাদলি ভুলে কর গলাগলি, হও আগুয়ান
এই ছিল তাঁর বাণী, জেগেছিল নওজোয়ান।
নরমপন্থী নয় মুক্তির পথ, হতে হবে চরমপন্থী
নাও স্বাধীনতার শপথ, দূর হোক পরাধীন গ্রন্থি।
সাম্প্রদায়িকতা আনবে বিভেদ, বাঙালি হবে ছিন্ন
আজীবন তাঁর কেঁদেছে প্রাণ, কলম হয়েছে তীক্ষ্ণ।
যত দেখি আজ, মনে আসে লাজ, দেখে হানাহানি
লেখনী তাঁহার, হবে ছারখার, কিছুতেই নাহি মানি।
দেশ আজ স্বাধীন, তবু পরাধীন, অন্ন নাহি জোটে,
ধর্মই হবে সত্য? মানুষ অনিত্য? ভ্রাতৃত্ব রবে সন্নাটে?
তিনি বেঁচে আছেন, বাঙালির প্রাণে, চিনিয়ে পথের ভুল
এপার ওপার করে পারাবার, “বিদ্রোহী” কবি নজরুল।
♣=============♥=============♣