Spread the love

ড্রপসিনে জলছবি
🌱🌱🌱🌱🌱🌱

দেবযানী গাঙ্গুলী 
🌱🌱🌱🌱🌱
হয়ত আমার মতো আকাশ নিঃসঙ্গ নয় আজ —
উৎসব আলো মালা বুকে তার জ্বেলেছে আবেগ ..
এখানে একলা কথা জীবনের রঙ ধুয়ে
আনমনা মরুপথে জীবন্ত ক্যাকটাস ।
তবু আছে টুকিটাকি, গেরস্তালি, গোছানো সংসার —
রঙ মাখে কুশীলব অথবা মুখোশ ঢাকে ছৌ নাচে
যার চলে অভাবী সংসার —
নদী গায় চুপিসারে পাথরের কানে,
কার টানে চলেছে সে ভিনদেশে অচেনা উজান —
দেবদারু বনে বাজে নূপুরের উতলা শিঞ্জিনী।
বৃষ্টিগন্ধ মুছে এখন শরৎ হাসে আকাশের মনে
নিভন্ত চিতার আঁচে শিশির সোহাগ তার
শেষ কথা লিখে রেখে যায় …
জীবন মানে তো কিছু কেজো কথা,
দোটানার ভীড় –চলো যাই ড্রপসিনে
চুপকথা শুনি দুইজন …
জীবনের মানে কিছু বোঝা হলো ?
অথবা সে শুধু পাশাখেলা!
উৎসব ফিকে হলে খুলে দেখো
জীবনের খোলা খাতাটার …গদ্য -পদ্য আছে ?
নাকি শুধু শিকড়ের তৃষা পেলে কালির আখরে?
একাদশী চাঁদে তার উত্তর লেখা আছে দেখো …
জীবনের জল সেঁচে বালুতটে লিখো তবে নাম,
হৃদয়ের উৎসবে ভাবনারা কথা বোনে ,
জানলার কাচ বেয়ে আলপনা এঁকে যায় জল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *