দুর্গাপূজা
দুর্গা বলে তার স্বামীকে,
আবার এল বাপের বাড়ি যাবার ক্ষণ,
করতে হবে অনেক শপিং,
ক’দিন পরে আমি মর্তে যাব,
তাই ঘুরে দেখতে হবে এ বছরের নিউ কালেকশনের শাড়ি।
শিব বলে, আমি এখন ধ্যানে মগ্ন, দোকানে যাব না। কিনে ফেল অনলাইনে।
দুর্গা বলে, অনলাইনে নই আমি সড়গড়,
রংগুলো বা ডিজাইনগুলো যেন চোখে দেয় ধুলো।
শিব বলেন, তবে ডাকো মনীষ, সব্যসাচী বা ঋতুকে। ওরাই তোমার লক্ষ্মী ও সরস্বতীকে সাজিয়ে দেবে। বাকি কার্তিক গণেশের জন্য আনো শর্বরী।
দুর্গা বলে, এর মধ্যে ফেসিয়াল, স্পা সব সারতে হবে। হাতে মাত্র দুটি মাস।
মহালয়া থেকে উদ্বোধন-প্যান্ডেলে প্যান্ডেলে ফিতে কাটার হুড়োহুড়ি।
আর আমার সাথে সেলফির ছড়াছড়ি।
সারারাতের এত হুল্লোড় আমি সইতে নারি,
দুর্গাপূজা তো নয়, যেন এক প্রাইজ নেবার মহামারি।