দূরত্ব
গোলাম রসুল
আমি ফিরে এলাম
আর মনে করতে পারছিলাম আমি কোথায় গিয়েছিলাম
আকাশের সেই বিস্মরণের মুখের সামনে মেঘ যা দিয়ে প্রমাণ করতে পারব আমি উপস্থিত ছিলাম
সুদূর আমার ভ্রূর মাঝখানটা
যেখান দিয়ে সারি সারি নৌকা গুলো ভেসে যাচ্ছে সন্ধ্যার দিকে
আর রাত্রি নামছে
রাত্রির রক্ত
নক্ষত্ররা স্পর্শ করছে আমার ভ্রূর মাঝখানটা
আমি সম্মতি দেওয়ার আগে
আমার সমস্ত মহাদেশ জুড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে
পাখিরা
কে আমার দূরত্ব নির্ধারণ করে দেবে এই শূন্যতায়
তাও আমি আশাবাদী যদি মেঘ হয় সমগ্র মানবজাতির আর একটি নতুন সূর্য
———————————————–