দুঃসময় ভালোবাসা দাও
✍️গৌতম বাড়ই✍️
দেখেছিলাম নদীর পাহাড়ে ত্রিভুজ খোঁজে
তোমরা যাকে ভালোবাসা বলো ভাজো
আসলে সেটা মেকী নিজস্ব বোধ
মঠ মন্দির গুম্ফায় গির্জা মসজিদ গুহায়
নিজস্ব বৃত্তের চাঁদ আঁকো।
আর্তের সেবায় চন্দন লেপে দিয়ে তাকে
এ কলকাতার ফুটপাথে বিশ্বজননী
আমরা মালা করে রাখি সেই সব
এ হৃদয়ে ঢেউ তুলি না, আমাদের চির অন্ধকার!
এখন আমরা আক্রান্তকে পেটাই
ঘরছাড়া করি সামাজিক দূরত্ব বজায়!
এ কলকাতা নাকি আর্তের?
একঘরে করে রাখি, জানি আমিও
একদিন একঘরে হতে পারি।
কত বেঁচে থাকা আমাদের
হাজার বছর?
প্রতিবেশীর কান্নায় গলা ভিজিয়েছো?
নাকি সেই মেকী ভালোবাসায় একরাশ
জন্মালো এক অতিমারি মহামারী?
বুদ্ধ খ্রীষ্ট মহম্মদ বিবেকানন্দ গাঁথা
ও সব লোকদেখানো
আসলে তো সব নিজস্ব বাঁচা!
সেই বন্ধুকে মনে পড়ে–
ভাল্লুক তার কানে কানে কিছু কথা বলেছিলো।।
*****************************************
https://www.patrika.kabyapot.com
গভীর সমাজবোধের লেখা। মুক্তির লেখা। ভালো লাগল দাদা।