দুয়ারে বাংলা
সিদ্ধার্থ সিংহ
দুয়ারে বাংলা। কথাটা শুনেই চাকরিসূত্রে বিহারে যাওয়া ছেলেটি নিজের রাজ্যে ফেরার জন্য একেবারে ছটফট করতে লাগল। অবশেষে অনেক কাঠ-খড় পুড়িয়ে এই লকডাউনের মধ্যেই সে কোনও রকমে কলকাতায় এসে পৌঁছল।
এ রকম একটি রাজ্য থাকতে ও সব জায়গায় কেউ যায়! এখানকার সরকার কী সুন্দর নিজেই উদ্যোগী হয়ে পাড়ার ক্লাবগুলোর মাধ্যমে প্রত্যেকের দুয়ারে দুয়ারে ফ্রি-তেই পৌঁছে দিচ্ছে রেশন, ত্রাণের টাকা, স্বাস্থ্যসাথী কার্ড মারফত চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা।
তাও, এগুলো না হয় ঠিক আছে। বিহারেও লকডাউনে এই ধরনের কিছু কিছু কাজ হচ্ছে। তা বলে একেবারে দুয়ারে বাংলা! ভাবা যায় না…
তাই পাশের একজনকে খুব সাবধানে চুপিচুপি সে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, দুয়ারে বাংলা মানে কি শুধু বাংলাই? ইংলিশ দেয় না, না?
—————–