দুপুর
……
মোজাম্মেল হক
……………….
শব্দিত দুপুর
কঠিন তাপ বুকে
সর্বক্ষণ জ্বলে
কার্বন চিতায় জ্বলন্ত কামারের হাঁপর
ঐশ্বর্য্ময় দুপুরের বাতাস
বাতাসে স্নেহাদ্র স্রোত
নীল তরঙ্গে উদ্বাহু
প্রেম তৃষ্ণা ক্ষয় তাপ
আর অবক্ষয়ের বিপুল ঢেউ
মহা সমারোহে দীপ্ত যৌবনের কাচা রোদ
সহচর আবর্তে নিশ্চিত ফসলের ঘ্রাণে
সোনালী শস্যের ভুর-ভুর
আর ততক্ষণে হাঁটুর নীচে মরে গিয়ে সকাল
মাথার উপর রাতের আকাশ ধূ-ধূ।