** দাও সুমতি **
ইব্রাহিম সেখ,রাজারামপুর,মুর্শিদাবাদ (পঃব)
প্রেরণ -১৮.১২.২০২০
শোণিত সাগরে সিনান করে
এসেছি সকলে ধরণী পরে,
খোলস আড়ালে নিজেকে ঢেকে
ন্যায় -অন্যায় চিত্র এঁকে —
ফিরে যাব সবে নিজের ঘরে
শ্মশানে কেউবা মাটির গোরে!
সকাম সাধনে, স্বধনে মতি
আকালে হারায় জীবন জ্যোতি,
যে কাজে এসেছি ব্যর্থ সবি
খুঁজে তো পায়না স্বর্গ ছবি–
আপন স্বার্থে পরের ক্ষতি
নরকের পথে সতত গতি!
কেন যে এলাম ধরার বুকে
সুখরাশি ছেড়ে পড়েছি দুঃখে!
হারিয়েছি পথ চলার পথে
আরোহী কেবল জীর্ণ রথে —
বিষয় বেদনা বাজছে বুকে
কেমনে দাঁড়াব ঐ সম্মুখে?
দাও প্রভু দাও জ্ঞানের আলো
মুছে দাও তুমি আঁধার কালো,
দেখাও সুপথ দাও সুমতি
অনাথের নাথ তুমিই গতি—
সকলেই যেন বাসি গো ভালো,
সদাই সকলে সরলে চলো।
রচনাকাল (২ রা পৌষ ১৪২৭ সাল)