দমবন্ধ
মুস্তারী বেগম
মনের সব জানালা বন্ধ।
হৃৎপিন্ড মোচড় দিচ্ছে
ফোঁটা ফোঁটা রক্তে ভিজে গেছে মনের মাটি
আমি তোমাকে দেখছি
আরো দমবন্ধ পৃথিবী থেকে বিচ্ছিন্ন করেছি মনের ঘর
ঠিক ছেঁড়া রুমালের মতো
তুমি কাছেই আছো
তবু মনে হয় শত সহস্ৰ নদী ব্যবচ্ছেদ ঘটিয়েছে সম্পর্কের।
তোমার মুখে আবছা আলো পড়ার মতো অচেনা ছবি।
ঠিক তোমার মতো তবু তুমি নও।
চিৎকার করছে মেঘেদের ছাই মাখা পিঠে গরাদের মেঘ
টেনে ছাড়তে না চাওয়া সম্পর্কগুলোও আজ দমবন্ধ।
সামনের বাড়ির কাঁচগুলো আবছা।
শরীরের পাশ দিয়ে বয়ে যায় আগুনের হাওয়া
বিস্ফারিত চোখও প্রশ্ন করে কেন এমন হয়?
নদী ও সাপের মতো ফণা তুলে ফেনা উগরায়
কেন ? কেন? কেন?
দমবন্ধ পরীক্ষা কক্ষগুলো হৃৎপিন্ডের খুপড়ির হাপর টানে