তোমার স্পর্শের অপেক্ষায়
কবি পুরুষোত্তম ভট্টাচার্য
একটু কথা বলো ,একটু হাসো,
যেন আবার জীবন ফিরে আসে,
মাটির ভেতরে যেন আবার
জল ফিরে আসে,
তোমার শুকনো ঠোঁটে
জমে আছে এক দীর্ঘ নিঃশব্দতা,
মুঠোফোনটাও বলছে কিছু তো বলো,
যেন আবার হাসি ফিরে আসে।
জীবনের জলছবিটা অসম্পূর্ণ
রেখো না,
যে রংগুলো খুব প্রয়োজন ,
সেই রংগুলো বাদ দিও না ।
সব রং শুকিয়ে যাচ্ছে,
তাই আবার তুলির টান দাও,
বেহায়া ক্যানভাস টা
তোমার দিকেই তাকিয়ে আছে,
তোমার স্পর্শের অপেক্ষায়।
……………………………….
২১/১০/২০২২
Keep up the good work.