তুমি হবে সফল
মোহাম্মাদ আবুহোসেন সেখ
রাত ঘনায় দিনের অত্যাচারে
প্রভাতে গা নতুন জগতের ছোঁয়া পায়।
নিশ্বকলঙ্গ মানব জগত,সবার জন্য
যুগ-যুগান্তর অপেক্ষারত….
মানবের খক্ষুতে ধরা দেবার জন্য।
শুধু তাদের সৌন্দর্য দেখানোর জন্য।
এতে কেউ বলে ভালো আবার খারাপ
তাতে হয়না রাগ ধৈর্য্যক্ষীণ তার?
আমার বেলায় যত অধৈর্য্যহীন।
না,না,না-মানতে রাজি নই
মনে হয়…………
ইচ্ছায় চাঁদ উঠে ডোবে।
চেষ্টায় সূর্য অস্ত বা উদয় হয়।
আসবে দিন বিশ্বাসে রাত লুকায়।
সবাই ধৈর্যের সাথে নিজেকে চালায়।
তাই যুগ যুগ পাচ্ছে সফলতা।
এখন……………..
ইচ্ছা,চেষ্টা,বিশ্বাস,ধৈর্য্য হলো
তাদের সফল হওয়ার চাবিকাঠি।
চারটি সূত্রে,যদি পায় তারা সফল
আমি,আমরা করছিনা কেনো ফলো?
আর ডরাইয়োনা,একটু ভাবো
এই সূত্রকে করলে তুমি,তোমরা ফলো
সফলতা তোমার দরজায় আসবে,
আসতে বাধ্য।।
চমৎকার