Spread the love

  যে মেয়েটি অসহায়

                  চাকরির জন্য ছোটে|

 আর নিরাশ হয়

                অসৎ পথ বেছে নেয়

 তুমি তাকে দোষ দিতে পারোনা|

 যে ছেলেটি কর্মহীন

                     পরিবারের মুখে অন্ন দিতে

পথ হারিয়ে    ভুল পথে পা বাড়ায়

             তাকে তুমি দোষ দিতেপারো না|

 যে ‘মা’ টি বৃদ্ধাশ্রমের জীবনের চেয়ে

                        ভিক্ষা করা শ্রেয় মনে করে

 তাকে তুমি ভিখারি বলতে পারো না|

 পড়াশোনা করার পরও

                         চাকরি হয় না

    তা জেনে বইকে তাকের উপরে তুলে দিলও

 তাকে তুমি মূর্খ বলতে পারো না|

 যে ফসল তুমি বিষ  দিয়ে উৎপাদন করলে

  আর সেই ফসলকে খেয়ে তুমি রোগী হলেও

 তুমি সেই ফসলের দোষ দিতে পারে না|

 অযোগ্য নেতাকে পদে বসিয়ে

                          সে যদি তোমাকে শুষে খায়

 তুমি তার দোষ দিতে পারো না|

====================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *