তুমি না থাকলে ,
হতো না বাংলাভাষার সিংহদ্বার উদ্ঘাটন,
তুমি না থাকলে ,
হতো না বর্ণপরিচয়।
প্রাচীন আচারনিষ্ঠ ,
ব্রাহ্মণ -পণ্ডিতের বংশে ,
হয়েছে তোমার জম্ম,
তুমি স্বাধীনচেতা ,
তেজস্বী ব্রাহ্মণ হিসেবে,
সমাজের বিরুদ্ধে আঘাত হেনেছিলে।
তুমি অনাথা নারীদের জন্য,
সমাজের রুদ্ধদ্বারে আঘাত হেনেছিলে ,
তুমি দীন দুঃখীজনের পাশে সাহায্যের হাত বাড়িয়েছিলে।
তুমি না থাকলে,
মাতৃভক্তি-র অর্থ পারতাম না বুঝতে,
তুমি না থাকলে,
নারীশিক্ষা হয়তো হতো না কখনও,
তুমি না থাকলে,
বিধবা বিবাহ করতে পারতো না কখনও ।
তুমি যে আমাদের দয়ার সাগর,
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ।।