কবিতা : নিজের প্রতিক
তাপসী ভট্টাচার্য্য
🌱🌱🌱🌱
ভাবনার শাখা প্রশাখা গুলি
বড়ো’ই প্রসস্থ সীমাহীন রাজত্ব
কখনও আবেগে চলে ছুটে
মনের আনন্দে আশার লোভে
কখনও হতাশা ভরা হৃদয় ভাঙা
অসহায় অজানা এক চক্রব্যুহে
মনের মধ্যে দুর্ভাবনায় ঘিরে,
শান্তির ভাণ্ডা শূন্য নিয়ে
অজানা ভয় মনে বেঁধে
হাত-পা বাঁধা অবশ নিরুত্তাপ।
সহজ সরল সুস্থ মন আনন্দ
নিস্পাপ সবুজ সুন্দর লাগে
কখনও বিদ্রোহিনী বিদ্রোহী নারী
অভিমানে ভরা ক্রোধ অবিচল।
শান্তির নিরলস গৃহের পবিত্রতা
হৃদয়ে আবেগ মনের দৃঢ়তা
কখনও সরল কখনও বক্র
কখনও উগ্র নির্বুদ্ধিতা র প্রতীক
এ সব ভাবনার আয়নায় ফোটে
অহরহ দেখি নিজের প্রতীক।
🌱🌱🌱🌱
ভাবনার শাখা প্রশাখা গুলি
বড়ো’ই প্রসস্থ সীমাহীন রাজত্ব
কখনও আবেগে চলে ছুটে
মনের আনন্দে আশার লোভে
কখনও হতাশা ভরা হৃদয় ভাঙা
অসহায় অজানা এক চক্রব্যুহে
মনের মধ্যে দুর্ভাবনায় ঘিরে,
শান্তির ভাণ্ডা শূন্য নিয়ে
অজানা ভয় মনে বেঁধে
হাত-পা বাঁধা অবশ নিরুত্তাপ।
সহজ সরল সুস্থ মন আনন্দ
নিস্পাপ সবুজ সুন্দর লাগে
কখনও বিদ্রোহিনী বিদ্রোহী নারী
অভিমানে ভরা ক্রোধ অবিচল।
শান্তির নিরলস গৃহের পবিত্রতা
হৃদয়ে আবেগ মনের দৃঢ়তা
কখনও সরল কখনও বক্র
কখনও উগ্র নির্বুদ্ধিতা র প্রতীক
এ সব ভাবনার আয়নায় ফোটে
অহরহ দেখি নিজের প্রতীক।