❤️তবু মনে রেখো❤️
✍️দীপায়ন গাঙ্গুলী✍️
ছাদের উপর নীল আকাশটা আজকাল বড়ো আপন বলে মনে হয়,
সেই নানা রঙের ঘুড়ি গুলো সব হারিয়ে গেছে।
দস্যি ছেলের দল আজ আর নেই,
হারিয়ে গেছে।
নিশ্তব্দ দূপুরের সেই আম কাঁঠালের বাগান,
বাঁশবাগানের আলোআঁধারি আজ আর নেই।
পাখি গুলো আজ আর বৃষ্টিতে ভেজে না।
বৃষ্টির রঙ আর রঙিন নেই,
বিষাক্ত।
রামধনূটা খুব অভিমান করেছে,
রঙের সেই রঙিন ছটা আর পাই না।
সেই নির্জন দূপুরে অলিগলিতে হেঁটে চলা বৃদ্ধ বাঁশিওয়ালার অজানা সুরটা আর শুনতে পাই না,
বোধহয় হারিয়ে গেছে।
শিশিরের বিন্দু গুলো বেঁচে আছে কি?
আমি আছি,
একা।
তোমরাও থেকো বন্ধু।
তবুও মনে রেখো।