(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
” অভিজ্ঞতা “
– যশ ( ডঃ সায়ন ভট্টাচার্য)
কাল গিয়ে দেখে এলাম বইমেলা । সঙ্গে আমার গৃহিণী ও চিরসঙ্গী সেই আদ্যিকালের শান্তিনিকেতনী ঝোলা ।…
আমাদের শৈশবে বইমেলা ময়দানে হতো ; বিরাট খোলা জায়গায় । যেদিক দিয়ে খুশি আসো আর ঢুকে পড়ো । কোনো বাধা নেই ।..
দূষণ- অভিযোগে সে প্রথমে মিলনমেলা প্রাঙ্গণে আর পরে লবণহ্রদের করুণাময়ীতে সরে আসতে বাধ্য হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যাক্, কোনওক্রমে মেলায় ঢুকে দেখি, এলাহী ব্যাপার! …বইয়ের স্টলের পাশাপাশিই চলছে বাউলগান , পাটের ব্যাগের বিকিকিনি ও দেদার খাওয়াদাওয়া !
এদিকে কেউ কেউ আপনমনে, একনাগাড়ে নিজস্বী তুলে চলেছে মুঠোফোনে । আমরাও তুললাম । .. মাঘের পড়ন্ত বেলায় চারদিক মায়াময় ।
গৃহিণীর অনুরোধে বড় বড় প্রকাশকের স্টলে আগে যাওয়া গেল । এইরকমই এক বিখ্যাত প্রকাশকের দোকানে ঢুকে দেখি, বিষম ভিড় । .. ‘ মাটি’ ব্যান্ডের শীর্ষ গায়ক লক্ষ্মণ রায় এসেছেন; তাই একেবারে লোকে লোকারণ্য ।..
আবার এইভাবে আরো একটি স্টলে দেখি, বাংলার বরেণ্য কবি সুজাত এসেছেন । যথারীতি সেখানেও ভীড়ে ভিড়াক্কার ও ছবির ছড়াছড়ি ।
আমার ধর্মপত্নী দেখি এনাদের কাউকেই চেনে না; চেনালাম । আসলে বাংলা সাহিত্য ও সঙ্গীত জগৎ ওর কাছে অপেক্ষাকৃত নতুন! ..
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আরেক বাঘা দোকানে গিয়ে দেখি, একটি সুন্দর মুখ দূর থেকে আমায় দেখছে ও চিনে নেওয়ার চেষ্টা করছে ।..
আমিও চিনি; এ যে অমৃতা ! ..হৃদয়ে একটু আলোড়নমতো হয় । আগেকার এক বইমেলার দিন মনে পড়ে গেল!.. .. আর চোখাচোখি হতেই ও যেন মুখ ঘুরিয়ে নিল ।
গিন্নী আমার একটি বই উল্টেপাল্টে দেখছিল, বলে : ” কী হল ?”
বলি :” না, তেমন কিছু না !”
ততক্ষণে একটি অজানা হাতে হাত গলিয়ে অমৃতাও চলে গিয়েছে ।
এদিকে ভিড় বেড়েই চলেছে । অফিসফেরতা বইমেলায় ঢুঁ মারা লোকের হেলমেট ও পিট্ঠু ব্যাগের দাপট অতিষ্ঠ করে তুলেছে !
তবে এরই মধ্যে নয় নয় করে নয়টি বই কিনেছি । আর মোহিত হয়েছি নতুন বইয়ের মনোরম সুবাসে। ..মেলায় এলে খাওয়া দাওয়ার নিয়ম রক্ষার্থে কফি খেয়েছি ও আইসক্রিম হাতে নিজস্বী তুলতে গিয়ে তৎপর কাক এসে আইসক্রিম ছিনিয়ে নিয়েও গিয়েছে ।
এরপর তো ফিরতেই হবে নিজ বাসায় ।
সব মিলিয়ে বেশ ভালোই লাগলো বইমেলায় সেদিনটা।
আরো একবার যাবার ইচ্ছে আছে , তবে হয়তো এবার একলা যাবো, চেনা মুখগুলো যাতে আর অচেনা হবার অভিনয় না করে !!…
(সমাপ্ত)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});