(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
🌱সরস্বতী বন্দনা🌱
****************
✍️টুলটুল দেবনাথ✍️
***************
কিছু কষ্ট ভোগ দেবো তোমায়
হে সরস্বতী!
অগাধ বন্দনা ভুখা মূর্খের
লোকালয়ে বনস্পতি।
আজ সুশিক্ষা নিরুদ্দেশ,
মাথাচাড়া দেয় কেবল বিদ্বেষ,
বদলে দাওনা মা চারিদিকের এই বেশ।
এসো হংসমিথুন এসো এ কাল-ক্ষণে!
সু-বিদ্যা শিক্ষা জাগাও জন মনে,
কুশিক্ষা বধ করো চকিত নয়নে।
শোনো আজ প্রার্থনা আর পণ
কাঁদে যে আঁধারে ডুবে জনগণ,
এসো হাসিতে হাসিতে খেলিতে খেলিতে,
যাও চটক তোমার জ্ঞান ফেলিতে ফেলিতে।
জাগাও অন্তরে সবার সকল রব
বাড়াও ওদের বিদ্যাশিক্ষার কলরব।
দাও সাড়া ওগো মা দাও সাড়া
ডাকে যে তোমারে অভাগা।
তোমায় ডেকে চোখ হলো ঝাপসা,
ক্ষমা গুনে দেখে শুনে মেনে লও এ তপস্যা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});