*******
রাজকুমার সরকার
(ঝাড়খণ্ড)
—————————————
আমার কোনো লাল, নীল, হলুদ, সবুজ ঝাণ্ডা নেই
আমার একটি ঝাণ্ডা ; যে ঝাণ্ডায় লেখা আছে- অ -আ ক-খ – গ …..
আমি সেই সকল মানুষদের বিনম্র শ্রদ্ধা জানাই যাঁরা অ, আ, ক, খ, গ ভালোবাসেন।
আমার কোনো নিজস্ব ঘর নেই।একটিই ঘর আছে যে ঘরে থাকে শুধু অ, আ, ক, খ, গ সহ অনেকেই …..
আমি তাঁদেরই বিনম্র শ্রদ্ধা জানাই ; যাঁরা – অ, আ, ক, খ, গ নিয়ে কথা বলে…..তাদের
আদর সোহাগ করে ভালোবাসে।
আমার কোনো দেবতা নেই।
আমি শুধু আমার গর্ভধারিণী মা’কে পূজা করি।
মা এর সম্মান আমার কাছে সেরা।
আমি চব্বিশ ঘন্টা মা’য়ের কথা বলি।বলবো।নির্ভয়ে ….
আমি অনেক নেতা মন্ত্রীকে দেখেছি ; শুনেছি। খুব কাছ থেকে। তাঁদের অকপটে মা এর কথা বলেছি। তাঁরা শোনেও না। শোনার কথা বলে।
আমি চিৎকার করে বলেছি আমার মা এর জন্য একটি বাসস্থান চায়। মা এর বসার ভালো একটি ঘর চায়। মা এর পূজাই আমার কাছে সেরা।
আমি আবারও বলি- মা এর জন্য একটি চিরস্থায়ী ঘর দাও ….
আমার একটি দাবী- মা এর উচিৎ সম্মান। আমি কেউকেটা নই ; নগন্য।