*জাগ্রত হও প্রাণ *
*মিরাজুল সেখ*
জাগ্রত হ ও এই মহিমান প্রাণ
দুরকর হে তুমি তোমার যত আছে ভয়
হতাশা তো আছড়ে পড়েছে বুকে
এগিয়ে চলো যদিও হয় একটু রক্তক্ষয় ।
লুকোতে হবেনা আর দিনের আলোয়
যা কিছু দেখিছ সে তো চলবেই
আঁধারের বুকে হেঁটে চলো তুমি
হোচটে হোচটে প্রাণে কথা বলবেই।
পেছনে তাকিওনা কভু আর
এগিয়ে যাও একটু নতুন রুপে
যা কিছু সঞ্চয় ছিল আপনার
জমকালো আঁধার রাতে দাও সঁপে।
ছুড়ে ফেল আছে যত অলসতা
এই আবেগ মিশ্রিত চঞ্চল প্রাণে
গায়ে মেখে দেখ ধুলো বালি একবার
ভরবে নিজ ধরা সুবাসের জয়গানে।
বলুক লোকে তোমায় যা বলার
শুধু শুনে যাও কানে
ঝোড়ো বৃষ্টির ঝঞ্ঝা শয়ে নাও এবেলা
দেখবে বেলা শেষে কত শান্তি আনে।।।
====================