(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বাধীনতার ছড়া
🌱 🌱 🌱 🌱
জাকিয়া তাবাসসুম দেওয়ান
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
দেশকে স্বাধীন করার জন্য
কেউ বা দিলেন শক্তি,
কেউবা তাজা রক্ত দিলেন
কেউবা দিলেন যুক্তি।
বীর ভায়েদের জীবন দানে
ভারতবাসীর মুক্তি,
দেখছি না আজ তাঁদের প্রতি
বিশেষ তেমন ভক্তি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বাধীনতার জন্য যাঁরা
শহীদ হলেন ভাই,
আজো তাঁরা অমর হয়ে
আদৌ মরেন নাই।
তাঁদের রক্তে রাঙিয়ে দিয়ে
ধন্য হল দেশ।
ঐতো তাঁরা দাঁড়িয়ে আছেন
ভুলে সকল ক্লেশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কেউ বা বলেন জাতির জনক
নেই আমাদের কাছে,
ঐতো তিনি সম্মুখে আজ
হাসি মুখে আছে ।
বলছে দেখো আঙুল তুলে
এগিয়ে যাও সবাই,
আজও তিনি অমর আছেন
আদৌ মরেন নাই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বাধীনতার জন্য যাঁরা
দিয়েছিলেন প্রাণ,
মনেপ্রাণে তাঁদের প্রতি
জানাও গো সম্মান।
–+———-+———–+-
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});