কবি পরিচিতি :
ছাব্বির আহমেদ (জন্ম: ১৯৯৪) নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম কাঁঠালিয়ার এক তরুণ উদীয়মান লেখক। স্কুল জীবন থেকেই লেখালেখির ইচ্ছে , কিন্তু সুযোগের অভাবে হয়নি, পরে ধীরে ধীরে সাহিত্য জগতে পা বাড়ান, লেখার পাশাপাশি পুরোনো দিনের গান শুনতে ভালোবাসেন। প্রথম কবিতা ‘সন্মান’ প্রকাশ পায় মুক্তি সাহিত্য পত্রিকায়। পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে কবিতা প্রকাশ পায় এবং এখনো বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনের সঙ্গে যুক্ত আছেন।
জল ভাত
ছাব্বির আহমেদ
ঘরে বসে ঢোক গিলছি,
হজম শক্তি আমার তেমন ভালো না
রাস্তায় পাথরেরকুচি পেয়েছে মুরগিতে।
খুদ গুলো গোটা গোটা চালে পরিপূর্ণ
যেন মোঘল যুগের ইমারত।
দাঁতের এনামেলে তুলো গোঁজা আছে
লাল হয়েছে কচি ঘাসের পাতা,
আমি পায়ে মাড়িয়ে চলেছি।
ভাতের মাড়ে পায়ে আস্ত ফোসকা,
জন্মদিনের বেলুনে পরিণত
বেশি হওয়া ভরতেই ফেটে চৌচির
উঠোনে আধ হাটু জল।